শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

রাণীশংকৈলে দ্রুত সংস্কার করে যাদুঘর রুপান্তর করে সকলের জন্য উন্মুক্ত করা হবেঃ মহাপরিচালক প্রত্নতত্ব অধিদপ্তরর

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি
  ০৫ অক্টোবর ২০২৪, ১৮:০৪
ছবি যাযাদি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার টংনাথের রাজবাড়ী, জগদল জমিদারী ও হরিপুর উপজেলার রাজবাড়ী পরির্দশন করেছেন (অতিরিক্ত সচিব) সাবিনা আলম। শনিবার সকালে তিনি প্রথমে হরিপুর উপজেলার রাজবাড়ী পরিদর্শন করেন। পরে রাণীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়ী পরির্দশন করেন। সেখানেই সংক্ষিপ্তভাবে একটি মতবিনিময় সভা করেন। এতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে প্রতœতত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, রাজবাড়ীগুলো ইতিহাস ঐতিহ্যের প্রতিক। এগুলো সংস্কার করা জরুরী। তিনি বলেন ইতিমধ্যে রাজা টংকনাথের রাজবাড়ী সংস্কারের কাজ চলছে। পর্য়ায়ক্রমে তিনটি রাজবাড়ী সংস্কার করে এগুলোকে যাদুঘর হিসাবে রুপান্তর করা হবে। তিনি রাজবাড়ীগুলো সংরক্ষন ও রক্ষনাবেক্ষনের জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। পরিশেষে তিনি বলেন, রাজবাড়ীগুলো অব্যশই সংস্কার করে দ্রæত যাদুঘরে রুপান্তর করে সকলের জন্য উন্মুক্ত করা হবে।

মতবিনিময় সভায় রাণীশংকৈল প্রেস ক্লাব সভাপতি মোবারক আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন-রাণীশংকৈল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,তাজহাট জমিদার বাড়ীর কাস্টোডিয়ান খায়রুল বাসার স্বপন,কান্তস্বর প্রতœতাত্বিক যাদুঘরের সহকারী কাস্টোডিয়ান শিহাব হোসেন প্রম‚খ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সুমন আলী,বাচোর ইউনিয়ন যুবদলের সভাপতি আনসারুল ইসলাম,ছাত্রদল নেতা আরজুসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে