শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

তাড়াশে বিশ্ব শিক্ষক দিবস পালিত

তাড়াশ (সিরাজগঞ্জ ) প্রতিনিধি
  ০৫ অক্টোবর ২০২৪, ১৭:৫৪
ছবি যাযাদি

সিরাজগঞ্জের তাড়াশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০টায় দিবসটি পালন উপলক্ষে র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটরীয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার সভাপতিত্বে এবং তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মোঃ ফরহাদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাফর ইকবাল, দেবীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবু বকর, জে আই কলেজের অধ্যক্ষ মোঃ সোলায়মান হোসেন কবির, তাড়াশ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মেহেরুল ইসলাম বাদল, ভায়াট ভি এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মোঃ সাইদুর রহমান, প্রভাষক মোঃ আব্দুল কাদের, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, মাটিয়া মালিপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জয়নুল আবেদিন, নোলুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী খন্দকার। আলোচনা সভা শেষে শিক্ষকদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর প্রেরণ করা হয় এবং শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃত স্বরূপ ৬ জন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে