ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৪, ১৬:৪৫

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
ছবি যাযাদি

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, “শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার”।

দিবসটি উপলক্ষে আজ শনিবার উপজেলা পরিষদ থেকে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে একটি র‌্যালী বের হয়ে ওসমানপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ঘোড়াঘাট সরকারী কলেজের অধ্যক্ষ এস,এম মনিরুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস ছাত্তার মিলন, সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াকিল, ঘোড়াঘাট মহিলা কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক  শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান সরকার, ছয়ঘট্টি দাখিল মাদ্রাসার সুপার আলতাফ হোসেন, নুরজাহানপুর অবঃ সামরিক কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কণ্ঠ, সহকারী শিক্ষক আনিছুর রহমান, মাসুদা বেগম, মনোরঞ্জন মহন্ত প্রমুখ।

 


যাযাদি/এসএস