মনোহরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৪, ১৬:৩৯

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
ছবি যাযাদি

”শিক্ষকের কন্ঠস্বরঃ শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উদ্যাপন উপলক্ষে উপজেলা শিক্ষা পরিারের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ আব্দুল মতিন। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. আব্দুর রশিদ। নাথেরপেটুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. হুজ্জাতুল ইসলাম, ভোগই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, আশিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক মজমুদার, নাথেরপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মনিরুল ইসলাম প্রমুখ।

 

 

যাযাদি/এসএস