শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

মনোহরদীতে, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন, ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে সাবেক সংসদ, সদস্যের শুভেচ্ছা বার্তা

মনোহরদী, নরসিংদী প্রতিনিধি
  ০৫ অক্টোবর ২০২৪, ১৬:০৫
ছবি যাযাদি

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক,সাবেক সফল সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা,আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি,মনোহরদী-বেলাব উপজেলাসহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন,শারদীয় দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। ধনী,গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা রাখেন তিনি। কোন বৈষম্য যেন এই উৎসব পালনে স্থান করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। স্বাধীনতার ঘোষক,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছিলেন।তারই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তাঁরই সুযোগ্যপুত্র,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন,জনাব তারেক রহমান এর দিকনির্দেশনায় তিনি মনোহরদী-বেলাব এর বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদেরকে সনাতন ধর্মালম্বীদের বৃহৎ এ অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগীতা করার নির্দেশনা প্রদান করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে