শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

মাধবপুরে ভারতে অনুপ্রবেশকালে আটক ৬ 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০৫ অক্টোবর ২০২৪, ১৪:২৩
ছবি : যায়যায়দিন

হবিগঞ্জের মাধবপুরে উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৬ জনকে গ্রেফতার করেছে বিজিবি।

বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি জানান শুক্রবার রাতে ধর্মঘর সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা টহল দেওয়ার সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে

সুনামগঞ্জের শাল্লা উপজেলার মেঘনাপাড়া গ্রামের মৃত নির্মল চন্দ্র দাসের ছেলে অমল চন্দ্র দাস (৩৫) অমল চন্দ্র দাসের স্ত্রী গীতা রানী দাস (৩০) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথলং গ্রামের মৃত কাঁচা রাম দাসের ছেলে সোনাকান্ত দাস (৬০) একই গ্রামের মৃত রাকেশ দাসের স্ত্রী ছায়া দাস (৭০) ও দীপেশ দাসের স্ত্রী সতী দাস(২৭)কে আটক করা হয়। অপর দিকে শনিবার সকাল ৬টার দিকে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরের আটলা গ্রামের রতন চন্দ্র কর্মকারের ছেলে প্রণয় কর্মকারকে আটক করে।

বিজিবি'র প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা জানান- অদ্য সীমান্ত এলাকার স্থানীয় কিছু দালালদের মাধ্যমে তারা জন প্রতি পাঁচ হাজার টাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাচ্ছিল।

এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ আব্দুল আল মামুন জানান এব্যাপারে ৩ দালালসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের শনিবার সকালে কোটে প্রেরন করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে