ফকিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৪, ১৩:১৬

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

"শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালন করা হয়েছে। 

এ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় র‌্যালি উপজেলা অডিটোরিয়াম থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আছাদুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির ফকিরহাট শাখার সাধারন সম্পাদক মল্লিক আ. সাত্তার, প্রধান শিক্ষক মো, মনিরুজ্জামান ফকির, মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, শিক্ষক, মোতালেব হুসাইন, মো. মোজ্জাফফর হোসেন, মনিমোহন পাল, বিথি রানী সরকার, মো. মিজানুর রহমান প্রমূখ।  

সভায় সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, কোন সভ্য দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রাখা হয় না। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি-বেসরকারি নামে চরম বৈষম্য রাখা হয়েছে। বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল শিক্ষা ব্যবস্থা সরকারিকরণ, শিক্ষা কমিশন গঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানানো হয়।

এসময় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও ফকিরহাট উপজেলার ১৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি একযোগে পালিত হয়েছে। 

যাযাদি/ এসএম