বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

বাউফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত ৭ 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
  ০৪ অক্টোবর ২০২৪, ১৯:০৫
ছবি : যায়যায়দিন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগী তুলাতলা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাত ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে মো. জাফর (২৯) নামে এক ব্যক্তিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে স্থানীয় জেলে মো. শাহাবাজ গাজীর (৩৫) জাল চুরি হয়। ওই জাল আরেক জেলের নৌকায় পাওয়া যায়। পরে ওই জাল কালাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুদ্দিন ওরফে রিজভী তাঁর জিম্মায় নিয়ে যান। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে ওই জাল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে মো. জাফর (২৯), মো. মনির (৫০), মো. আফজাল (৩২),মো. জিহাদ প্যাদা (২৭), মোসা. সালমা (৩৫),মো. তৌহিদ (২৬), রিজভী (২৯) আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে জাফরের অবস্থা গুরুতর হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত মনির হোসেন অভিযোগ করেছেন, কিছুদিন আগে নদীতে মাছ ধরতে হলে মাসিক ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন রিজভীসহ আরও কয়েকজন। ওই টাকা না দেওয়ায় রিজভীর নেতৃত্বে ২৫-৩০ জনের একটি সন্ত্রাসী দল গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে এবং মাহাবুল আকনের (৪৫) চায়ের দোকানে ভাঙচুর ও লুটপাট করেছে।’

এ বিষয়ে সাইফুদ্দিন ওরফে রিজভী বলেন, চাঁদা চাওয়ার অভিযোগ মিথ্যা। ওই এলাকায় প্রায়ই জাল চুরি হয়। ইতিমধ্যে চোর চিহ্নিত হয়েছে। এ বিষয় নিয়ে মো. জুয়েল মৃধা নামে স্থানীয় এক মৎস্য ব্যবসায়ীর সঙ্গে কথা বলার সময় চোর চক্র তাঁদের ওপর হামলা চালিয়েছে এবং আজকে শুক্রবার দুপুরে ওই চোর চক্র তাঁর বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন,‘মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে