ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল র্যাবের হাতে গ্রেপ্তার
প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৪, ১৮:২৬
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদকে র্যাব-৯ এর একটি অভিযানিক দল গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিল্লাল আহমদ উত্তর খুরমা ইউনিয়নের আমের তল গ্রামের মৃত খয়রুল ইসলামের পুত্র এবং ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের চাচতো ভাই।
র্যাব সূত্র থেকে জানাগেছে, সিলেটের শাহপরান ( রহ.) থানায় গত ২৫ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলার (নং ২৯) এজাহার নামীয় আসামি ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ।
ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদকে গ্রেফতারের বিষয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃমশিহুর রহমান সোহেল। তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গ্রেফতারকৃত বিল্লাল আহমদকে এসএমপি'র শাহ পরান (রহ.) থানায় হস্তান্তর করা হবে।
যাযাদি/ এসএম