শ্যামনগরে বিশ্ব শিশু দিবস ও অধিকার সপ্তাহ পালিত

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৪, ১৫:১২

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগরে উপজেলা শুক্রবার (৪ অক্টোবর) সকালে ন্যাশনাল চিলড্রেনস ট্যাক্স ফোর্সের উদ্যোগে  বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন করা হয়।

"প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গিকার" এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিত্রানের সহায়তায় অনুষ্ঠিত দিবসটির আলোচনাসভায় প্রান্তিক অঞ্চলের শিশুদের বিশেষ করে মেয়ে শিশুদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা এনসিটিএফ সসদস্যরা বক্তব্যে তুলে ধরেন। শিশুরা বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু শ্রম বন্ধ করা, সাইবার বুলিং থেকে শিশুদের রক্ষা করা, শিশু নির্যাতন বন্ধ করা ও মেয়ে শিশুদের অগ্রাধিকার বিষয়ে বক্তব্য রাখেন।

পরিত্রাণ কর্মকর্তা নয়ন কুমার গাইনের পরিচালনায় বক্তব্য রাখেন এনসিটিএফ সভাপতি সুমন মন্ডল, সাধারণ সম্পাদক লিচা মন্ডল, শিশু গবেষক মিহির মন্ডল, সাংগাঠনিক সম্পাদক তাবাসুম তমা, ইমরান হাসানি, রাধা রানী প্রমুখ।

যাযাদি/ এসএম