নাশতা নিয়ে ফুফির বাড়িতে যাওয়া হলনা সানজিদের

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৪, ১৩:৫২

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে মোঃ সানজিদ(১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের মোঃ খালেদ হোসেনের ছেলে। 

শুক্রবার বেলা ১১.৩০ ঘটিকায় গুণবতী রেলষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানজিদ গুণবতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। 

স্থানীয় সূত্রে ও নিহতের ফুফা গুনবতী হাইস্কুলের শিক্ষক মো: মিলন জানান,, শুক্রবার বেলা এগারটায় মো: সানজিদ কর্তাম গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে গুণবতী বাজার থেকে পরোটা কিনে তাঁর ফুফুর বাড়িতে যাচ্ছিল। 

এসময় চট্রগ্রামগামী সাগরিকা এক্সপ্রেসের একটি ট্রেন গুনবতী স্টেশনে দাড়িয়ে থাকতে দেখে রেলওয়ে পার হওয়ায় চেষ্টা করেন।  গুণবতী রেলষ্টেশন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের দ্রুতগতির একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সানজিদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ আলম বলেন, ‘সংবাদ কর্মীদের মাধ্যমে ঘটনাটি জেনেছি। 

যাযাদি/ এস