কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তক্ষক উদ্ধার ও অবমুক্তকরণ

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৪, ১৭:৫৫

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
ছবি যাযাদি

নেত্রকোনার কলমাকান্দার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষক চোরাচালানের মাধ্যমে কেনা-বেঁচা হচ্ছে মর্মে খবর পেয়ে এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তক্ষক উদ্ধার ও অবমুক্ত করা হয়। জামালপুর জেলার মেলানদহ থানার ফজরউদ্দিনপাড়ার আল মাজিদ (২২) চোরাচালানের মাধ্যমে তক্ষক কেনার জন্য গোবিন্দপুর এলাকায় অবস্থান করে। তাঁকে তক্ষক সহ আটক করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ০৬ ও ৩৯ ধারা মোতাবেক ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. শহিদুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের পেশকার তারিকুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন সময়ে কচুগড়া বিওপি’র নায়েব সুবাদার মো. ইকবাল হোসেন, দুর্গাপুর রেঞ্জের কর্মকর্তা মো. দেওয়ান আলী সহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল। বন্যপ্রাণীটি অবমুক্ত করার জন্য সকলের উপস্থিতিতে উদ্ধারকৃত তক্ষকটি দুর্গাপুর রেঞ্জের কর্মকর্তা মো. দেওয়ান আলীকে বুঝিয়ে দেওয়া হয় এবং তিনি সকলের উপস্থিতিতে তক্ষকটি নিরাপদ স্থানে অবমুক্ত করেন।

 


যাযাদি/এসএস