গোবিন্দগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৪, ১৫:৪৮

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
ছবি যাযাদি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা  প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা  সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে  উদযাপনের লক্ষে  সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে।

 বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাসেল মিয়া। উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি প্রভাষক দীপক কুমার করের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  গোবিন্দগঞ্জ খানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান আসাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক  অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডা: আব্দুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ, সদস্য সচিব রেজানুল হাবিব রফিক,  প্রেসক্লাবের রবিউল কবির মনু, পৌর বিএনপির সদস্য সচিব  আবু জাফর লেলিন, পূজা উদযাপন কমিটির সভাপতি তনয় কুমার দেব, সাধারণ সম্পাদক রিমন তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টার্ন ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক  আশিষ কুমার দাস রন্টু, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টার্ন ঐক্যফ্রন্টের আহবায়ক কাজল কুমার চাকী প্রমূখ। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে নানা ধরণের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


যাযাদি/এসএস