ভোলায় তৃতীয় দিনের মত সার্ভেয়ারদের কর্মবিরতি

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৪, ১৪:৫১

স্টাফ রিপোর্টার ভোলা
ছবি : যায়যায়দিন

ভোলায় দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে তৃতীয় দিনের মতো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার পদে কর্মরতদের অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হচ্ছে। বৃহস্পতিবার ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের চত্তরে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই কর্মসূচি শুরু করেন তারা এবং এটি চলচে দুপুর ১ টা পর্যন্ত।

এসময় তারা বলেন, তারা বৈষশ্যের শিকার হচ্ছেন। অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংরা ১০ম গ্রেড পেলেও তারা পাচ্ছেন না। তাই অন্যান্যদের মত  ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার পদে কর্মরতদেরও দশম গ্রেড দিতে হবে। আমাদের এক দফা এক দাবী বাস্তবায়নের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছি। দাবী আদায় না হলে কেন্দ্রীয় সিদ্ধান্তে পরবর্তীতে আরো বড় কর্মসূচি পালন করবেন তারা। 

এসময় বক্তব্য রাখেন, মনপুরা ভূমি অফিসের সার্ভেয়ার মো: খলিলুর রহমান, ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের এল,এ শাখার সার্ভেয়ার মো: আসাদ উল্যাহ, ভোলা পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার দিন ইসলাম লিমন, মো: রাকিবুল ইসলাম, মো: জাহিদুল ইসলাম, ভোলা সদর ভূমি অফিসের সার্ভেয়ার মো: জাহাঙ্গীর হোসেন, বোরহানউদ্দিনের সার্ভেয়ার মো: ফিরোজ আলম, দৌলতখানের সার্ভেয়ার মো: আক্তারুজ্জামন, চরফ্যাশনের সার্ভেয়ার মো: কবির হোসেন প্রমূখ। 

যাযাদি/ এস