বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

কেরানীগঞ্জে উপহার বিতরণ করলেন প্রশাসন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৪, ১৪:২৯
ছবি : যায়যায়দিন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকার কেরানীগঞ্জে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের পক্ষ থেকে পূজারীদের হাতে শারদীয় আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে পূজারীদের হাতে এ শারদীয় শুভেচ্ছা তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া বলেন, এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয়।

এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালি জাতির ঐক্য চেতনার মহা মিলনোৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আবহমানকাল থেকে হিন্দু মুসলমানসহ সকল ধর্মের লোকেরা মিলেমিশে উৎসব পালন করে থাকেন।

বিশ্বে এ এক অনন্য নজির। এসময় শারদীয় শুভেচ্ছা বিনিময়, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নিয়ে সকলকে শান্তিপূর্ণভাবে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদযাপনের আহবান জানিয়ে পূজার নামে কেউ মাদক, জুয়া, ইভটিজিং ইত্যাদি অসামাজিক কাজে লিপ্ত না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সরকার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা অনুপ কুমার বর্মনসহ আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা-মণ্ডপসমূহের কমিটির সদস্যরা।

উল্লেখ্য, এ বছর কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল থানায় ১৫৭টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে