চরফ্যাশনে হামলা-ভাঙচুর ঘটনায় মামলা
প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৪, ১০:৫৮
ভোলার চরফ্যাশনে এক বিএনপি পরিবারের উপর হামলা, দোকান-বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনায় করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
মামলার এজহার থেকে জানা যায় গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন আহাম্মদপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড হাজিরহাট বাজারে অবস্থিত মো. ইমরান হোসেনের দোকান ঘর ও ৩ তলা বিশিষ্ট বসত বাড়ি বেআইনিভাবে ভাঙচুর করে আসামিরা। তার পরিবার ভাঙচুর ও মালামাল লুটপাটে বাধা দিলে আসামিদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি মারধর করে।
এতে ইমরান ও তারেকসহ ৪ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় ২০ সেপ্টেম্বর ইমরান হোসেনের পিতা মীর মোহাম্মদ সিদ্দিক একই এলাকার মো. জাভেদ, মো.জাহিদ, মো. মনির ও মো. নিজামসহ ১৩ জনকে আসামি করে দুলারহাট থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৫৩।
এ বিষয়ে দুলারহাট থানার ওসি বলেন, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
যাযাদি/ এস