কুমিল্লায় ২৫০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৪, ১০:১৬

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
ছবি : যায়যায়দিন

কুমিল্লা বুড়িচং উপজেলায় গোমতী নদীর বাঁধ ভাঙ্গনে বন্যা দুর্গত ২৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার (২ অক্টোবর) তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে ওই উপজেলার দক্ষিণ হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকশিমুল চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব পরিবারের মাঝে চাল, ডাল, চিনি ও তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার এ্যান্ডি ওয়াং, কোম্পানির কুমিল্লা অঞ্চলের ব্যবসায়িক ডিস্ট্রিবিউটরগণের মধ্যে ফখরুল হাসান সরকার ও উর্ধতন কর্মকর্তাগণ। 

ফখরুল হাসান সরকার বলেন, তিয়ানশির এই মানবিক কার্যক্রমের অংশ নিতে পেরে আমরা গর্বিত। এ ধরনের সহায়তা দুঃস্থ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনসহ মানবতার সেবায় অনন্য অবদান রাখছে।

যাযাদি/ এস