সিরাজগঞ্জে সাবেক এমপি হেনরী ও তার স্বামীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশ | ০২ অক্টোবর ২০২৪, ২০:২৯

সিরাজগঞ্জ প্রতিনিধি
ছবি যাযাদি

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে হত্যাকান্ডের শিকার হন, সিরাজগঞ্জ  জেলা যুবদলের সহ-সভাপতি  সোহানুর রহমান রঞ্জু। এই হত্যা কান্ডের মামলার অন্যতম  আসামী  সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের  সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক  জান্নাত আরা হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালত।

বুধবার (২ অক্টোবর) বিকেল ৩টায়  প্রশাসন  তাদের ২ জনকে করা নিরাপত্তার মধ্য দিয়ে  আদালতে হাজির করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রায় ৩০ মিনিট শুনানি শেষে বিকেল ৪ টার দিকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলি আদালত)-এর বিচারক মো. রাসেল মাহমুদ তাদের দু’জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান আসামীদের রিমান্ড মঞ্জুর করায় বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানান। এর আগে কোর্ট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের  নেতাকর্মীরা কোট চত্বরে উপস্থিত হয়ে  সাবেক এমপি, আওয়ামীলীগ নেত্রী  জান্নাত আরা হেনরী এবং তার স্বামী শামীম তালুকদার লাবুর ফাঁসির দাবিতে শ্লোগান দেয়। এ সময় কোর্ট প্রাঙ্গণে উত্তেজনা বিরাজ করে। উল্লেখ্য, গত সোমবার(৩০সেপ্টেম্বর)মৌলভী বাজার শহরতলীর এক বাসা থেকে র‍্যাবের হাতে গ্রেফতার হন তারা। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন এই দম্পতি।

 

 

যাযাদি/এসএস