মাদারীপুরে পূজা উৎযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশ | ০২ অক্টোবর ২০২৪, ১৯:০৯

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
ছবি যাযাদি

আসন্ন শারদীয় দূর্গা পূজা সফলভাবে উদযাপন উপলক্ষ্যে মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি মূলক সভা বুধবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মকবুল হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো. মনোয়ার হোসেন, সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মনির হোসেন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মার্তুজা আলম ঢালী, জেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবুল দাসসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। সভায় সদর উপজেলা পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ, সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, জামায়েত ইসলামের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, আসন্ন শারদীয় দূর্গা পূজা সফলভাবে উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পূজার সময় প্রতিটি মন্ডপে সিসি ক্যামারা বসানো হবে। সনাতন ধর্মের মানুষ যাতে সুন্দর ভাবে পূজা উদযাপন করতে পারে তার জন্য সদর উপজেলা প্রশাসন সব সময় তৎপর রয়েছে। প্রতিটি মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবে। আমরাও পূজা মন্ডপ পরিদর্শন করবো।

যাযাদি/এসএস