বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

মিরসরাইয়ে বোতলজাত পানি কারখানায় অভিযান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ১৮:৪০
ছবি যাযাদি

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসটিআই এর অনুমোদন এবং প্যাকেজিং লাইসেন্স নবায়ন না করায় একটি বোতলজাত পানীয় কারখাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২ অক্টোবর) বিকাল ৩টার দিকে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মাউন্টেন এ্যাভারেস্ট নামের ওই পানীয় কারখানা কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে অবস্থিত মাউন্টেন এ্যাভারেস্ট নামের একটি বোতলজাত পানিয় কোম্পানীতে অভিযান চালানো হয়। এসময় কোম্পানীটি তাদের বিএসটিআই এর অনুমোদন সনদ এবং প্যাকেজিং সনদ প্রদর্শন করলে তাতে দেখা যায় এসবের মেয়াদ দেড় বছর পূর্বে সম্পন্ন হয়। তারা এগুলোর আর নবায়ন করেনি। এতে উক্ত প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে অংশ নেন বিএসটিআই চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মাহফুজুর রহমান ও গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের চট্টগ্রামের কর্মকর্তারা।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে