বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ১৬:৪৬
ছবি যাযাদি

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ আফজল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক এ.কে.এম শামছুল ইসলাম খান মাসুম, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহার এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৩টার দিকে তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহারকে উপজেলা ধলা ইউনিয়নের কলমা গ্রাম থেকে ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকিকে তাড়াইল-সাচাইল ইউনিয়নের কালনা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

বুধবার (২ অক্টোবর) সকাল ৯টায় জেলা শহরের নিজ নিজ বাসা থেকে এম এ আফজল, এনায়েত করিম অমি ও এ.কে.এম শামছুল ইসলাম খান মাসুমকে গ্রেফতার করে র‌্যাব। তাদের নামে কিশোরগঞ্জ মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একটি মামলা রয়েছে।

পরে তাদেরকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং- ১ এর বিচারক পার্থ ভদ্র আসামীদের মধ্যে দুজনের জামিন মঞ্জুর করেন ও অন্য তিনজনকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন। জামিনে মুক্ত হলেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক এ.কে.এম শামছুল ইসলাম খান মাসুম।

এর আগে রশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল ও দানাপাটুলী ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ বিএনপি’র করা মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে