শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

ঝিনাইগাতীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ১৫:২৯
ছবি: যায়যায়দিন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বুধবার উপজেলার হল রুমে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে আসন্ন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা শান্তিপ্রিয় ভাবে উদ্যাপনের লক্ষ্যে দুই ঘন্টাব্যাপী এ সভা চলে ।

এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি অনিন্দাতা রানী ভৌমিক, থানা অফিসার্স ইনচার্জ আল আমিন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, যুঘ¥ আহবায়ক আব্দুল মান্নান, জামাতের আমির মাওলানা আব্দুল হাকিম, পূজা উদ্যাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সেন গুপ্ত, জীবন চক্রবর্তী, সাংবাদিক হারুন অর রশিদ দুদু, জাহিদুল হক প্রমুখ ।

উপজেলায় ১৪টি মন্ডপে এবার পূজা উদ্যাপন হবে এবার উপজেলায় ৯ মেট্রিকটন চাল সরকারী বরাদ্ধ হিসাবে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে পাওয়া গেছে । ইউএনও আশরাফুল আলম রাসেল দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে নির্বিঘ্নে পূজা উদ্যাপনের লক্ষ্যে কঠোর নিরাপত্তা জোরদার করা সহ একটি কমিটি গঠন করেছেন । এ সময় মন্ডপের সভাপতি সম্পাদকগণ বক্তব্য রাখেন এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্ধসহ গণমাধ্যমকর্মীরা ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে