ফেনীতে ছাত্র আন্দোলনে নিহতদের দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার  ৯ 

প্রকাশ | ০২ অক্টোবর ২০২৪, ১২:২৭

ফেনী  প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের দায়ের করা  হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে ৯ জনকে।

বুধবার ভোররাতেই  ফেনী জেলার বিভিন্ন  থানা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীকে গ্রেফতার করে ফেনী মডেল থানায়  নিয়ে আসে।  

গ্রেফতারকৃতরা হলেন- সোনাগাজী  পৌর আওয়ামী লীগের সহ সভাপতি  নুর আলম মিস্টার ও সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি  মুন্না  আজীজ. পরশুরাম পৌর সভার ৮ নং ওয়াড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের  সভাপতি মোঃ ইব্রাহিম মজুমদার। দাগনভুইয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন মাসুদ ও পৌরসভার  স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  নজরুল ইসলাম রাজিব এবং  ২নং রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি  আবুল খায়ের  পাটোয়ারি।  ঢাকা থেকে ডিবি কতৃক গ্রেফতার  ছাগলনাইয়া উপজেলার লাঙ্গল মোড়া গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা তানভীর  হোসেন। 

ফেনী  মডেল থানায় ওসি মর্ম সিংহ ত্রিপুরা  নয়জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তাদেরকে বিচারিক আদালতে তোলা  হবে বলে জানান তিনি। 

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছে কমপক্ষে বারোজন। মামলা হয়েছে ৮টি, আসামি  করা হয়েছে কমপক্ষে তিনহাজার। গ্রেফতার করা হয়েছে  প্রায়  ২০ জনকে।

যাযাদি/ এসএম