মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

আড়াই হাজারে বাইক উল্টে আহত যুবকের দশ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু

আড়াই হাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০১ অক্টোবর ২০২৪, ১৭:৩৬
ছবি যাযাদি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল চালানোর সময় চলন্ত মোটরসাইকেল উল্টে গিয়ে গুরুতর আহত যুবক হিমন আহমেদ (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দশ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত হিমন আহাম্মেদ আড়াইহাজার পৌর সদরের দিঘিরপাড়া মহল্লার সিএনজি মিস্ত্রি আব্দুল হালিমের ছেলে। জানা গেছে, হিমন আহমেদ ওই মহল্লায় অবস্থিত জনসেবা হাসপাতালের কর্মচারী ছিল। গত ২০ সেপ্টেম্বর কর্মস্থল থেকে সামান্য দূরে দক্ষিণপাড়া বাইপাস সড়কের মার্জকাজ মসজিদ এলাকায় তার চলন্ত মোটরসাইকেলটি উল্টে গিয়ে সে গুরুতরা আহত হয়। তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ইমন আহমেদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তার মহল্লাবাসী। হিমন আহমেদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে