চরভদ্রাসনে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা 

প্রকাশ | ০১ অক্টোবর ২০২৪, ১৫:৩১

চরভদ্রাসন (ফরিদপুর ) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

ফরিদপুরের চরভদ্রাসনে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল গাফফার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা কুসুম কুমার রায়, চরভদ্রাসন ওলামা পরিষদের সভাপতি মুফতি জাকারিয়া, চরভদ্রাসন সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি রবীন্দ্রনাথ টিকাদার, সাংবাদিক আবদুস সবুর কাজল প্রমুখ।

এ বছর উপজেলার গাজিটেক ইউনিয়নে সাতটি ও চরভদ্রাসন ইউনিয়নে ছয়টি মোট তেরোটি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় বক্তারা মন্দিরে সিসি ক্যামেরা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, মাদক ব্যবহার রোধ, স্বেচ্ছাসেবক রাখার সিদ্ধান্ত নিয়ে পূজা উৎসবকে আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন।

যাযাদি/ এসএম