মেহেরপুর ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

প্রকাশ | ০১ অক্টোবর ২০২৪, ১৩:৩১

মেহেরপুর প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

মেহেরপুর ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

আজ মঙ্গলবার (১ অক্টোবর ) সকালে ১০ টার সময় মেহেরপুরে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। র ্যালিটি মেহেরপুর জেলা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মেহেরপুর জেলা সমাজসেবার উপ-পরিচালক মো আশাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হাসান রুমান,  মেহেরপুরের সিভিল সার্জন অফিসার মহী উদ্দিন আহমেদ, পুলিশ পরিদর্শক বজলুর রহমান। পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, মেহেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আবুল কালাম, মেহেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, সাংবাদিক রফিকুল আলম সহ বিভিন্ন কর্মকর্তা ও প্রবীণরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম