মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

শারদীয় উৎসব উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আর্থিক অনুদান প্রদান

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ০১ অক্টোবর ২০২৪, ১৩:২৩
ছবি : যায়যায়দিন

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়ি জেলা শহরের ১৭টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

১ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টায় খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডারের কার্যালয়ে প্রতিটা পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে এ অনুদান তুলে দেয়া হয়।

অনুদান তুলে দেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান (এসপিপি, এনডিসি, পিএসসি), জিএসও-২ (ইন্ট) মেজর মো. জাবির সোবহান মিয়াদ।

এ সময় লক্ষ্মী নারায়ণ মন্দিরে ৩০ হাজার টাকা ও অনান্য মন্দিরগুলোকে ১০ হাজার টাকা সহ আরও দু'জন ব্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ২ লক্ষ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

অনুদান প্রদান শেষে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান সবাইকে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পরামর্শ দেন এবং সার্বিক বিষয়ে সবাইকে সচেতন থাকতে বলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে