'সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়নের বিকল্প নেই'

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৯

ফরিদপুর প্রতিনিধি
ছবি যাযাদি

সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের বক্তাগণ।

সোমবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনের কক্ষে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুর এবং  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি’র) যৌথ উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার বিষয়ক দিবস ২০২৪ এ আলোচনা শুভ অনুষ্ঠিত হয় ।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

তথ্য অধিকার বিষয়ে আলোচনার বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইয়াছিন কবির, সনাকের সাবেক সভাপতি অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, সিনিয়র তথ্য অফিসার মো: মোজাম্মেল হক ।

“রাস্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারী খাতের অংশগ্রহণ নিশ্চিশকরণ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ হলেই সুশাসন নিশ্চিত হবে, দুর্নীতি হ্রাস পাবে সুতরাং আইনটির যথাযথ প্রয়োগের কোন বিকল্প নেই। তাই বক্তারা আইনটির কার্যকর প্রয়োগে আরও ব্যাপক প্রচারণার উদ্যোগ গ্রহণের পাশাপাশি কেউ যাতে দুরভিসন্ধিমুলকভাবে কোন কর্মকর্তাকে হয়রানী না করে সেদিকেও খেয়াল রাখার তাগিদ দিলেন।  


যাযাদি/এসএস