সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

বেলাবোতে মেয়েদের সমস্যাগুলোকে ফোকাস করে বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেলাবো(নরসিংদী)প্রতিনিধি
  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৬
ছবি যাযাদি

নরসিংদীর বেলাবো উপজেলার হারিসাঙ্গান উচ্চ বিদ্যালয়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশএর আয়োজনে, মালালা ফান্ডের অর্থায়নে ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় বিদ্যালয় হল রুমে এক বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৩০ শে সেপ্টেম্বর রোজ সোমবার দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিধি উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম,বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে । ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ্ নায়ক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সাবেক পরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী. বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হোসেন, ধুক্ন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির, চর আমলাব ম্যাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের মাসুদ।বেলাবো প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক,

বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক রিদিকা ইসলাম,বিচারকের দাযীত্ব পালন করেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক, ফুয়াদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সহ-সভাপতি, নাহিদ হাসান সানি, প্রোগ্রাম অফিসার মারহামা নূরে জান্নাত লিমা প্রমুখ।উক্ত অনুষ্টানে উপজেলার ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন বিদ্যালয় গুলো হল হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়, চর আমলাব মাধ্যমিক বিদ্যালয়, বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয় ধুকুন্দি উচ্চ বিদ্যালয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে