ঘোড়াঘাটে ট্রাক চাপায় ২ মাছ ব্যবসায়ী নিহত

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০২

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে মাছের আড়ৎ তে ভ্যান রেখে মাছ ক্রয়- বিক্রয়কালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ট্রাকের চাপায় ২জন মাছ ব্যবসায়ী  নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
 
নিহতরা হলেন,দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচ গ্রামের মোঃ ওমর আলী ছেলে মোঃ আনোয়ার হোসেন (৫০) ও রংপুরের পীরগঞ্জ চতরা ইউনিয়নের কুমারপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আব্দুল গোফ্ফার (৬৮)।

 আজ সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের  উপজেলার রানীগঞ্জ বাজার মাছ আড়ৎ পাশে রাস্তায় এ দূঘটনা ঘটে। 

থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে প্রতিদিনের ন্যায় কয়েকজন মাছ ব্যবসায়ী রাস্তার পাশে মাছ বহনকারী ভ্যান রেখে মাছ ক্রয়-বিক্রয় করছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুর গামী (ঢাকা মেট্রো-ট-১৮-৬৪০৯) কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সারিবদ্ধ ৮ টি ভ্যানসহ মাছ ব্যবসায়ীদের চাপা দেয়। এতে ঘটনা স্থলে মোঃ আব্দুল গোফ্ফার নামে একজনের মৃত্যু হয়।

এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আরও ৪ জনকে গুরুতর আহত অবস্থায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে মোঃ আনোয়ার হোসেন নামে আরও ১ জনের মৃত্যু হয়।

বিষয়টি  নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান সড়ক দূঘর্টনায় নিহতদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। এ ঘটনায় ট্রাক চালকে গ্রেফতার করাসহ কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। 

যাযাদি/ এস