তালতলী ব্যবসায়ী সমিতির ১৮ বছর পর নির্বাচন,সভাপতি মামুন, সম্পাদক চুন্নু

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৯

তালতলী(বরগুনা) প্রতিনিধি
ছবি যাযাদি

বরগুনার তালতলীতে র্দীঘ ১৮ বছর পরে বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির নির্বাচন হয়েছে। সরাসরি ব্যবসায়ীদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহাবুবুল আলম মামুন ও সাধারণ সম্পাদক মোঃ চুন্নু মিয়া।

শনিবার (২৮ সেপ্টেম্বর)  তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন হয়। ভোট গননা শেষে রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার আবু সিদ্দিক ।

সংগঠনটির অন্যান্য পদে নির্বাচিতরা হয়েছেন সিনিয়র সহ সভাপতি মাওঃ মোঃ আফজাল হোসাইন, সহসভাপতি মোঃ মজনু ও মোঃ আব্দুর রহমান মহারাজ। সাংগঠিক সম্পাদক মোঃ কবির হোসেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক মল্লিকা হনুফা বেগম। ৯ জন কার্য-নির্বাহী সদস্যদের ভেতর থেকে ৬ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, মো. বাদল, মো. জহিরুল ,মো.শাহজাহান মাতুব্বর, মো.আল আমিন, মো.মশিউর রহমান ,মো. মোশাররাফ হোসেন।

বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সম্পাদক মোঃ নয়ন, কোষাধ্যক্ষ মোঃ হুমায়ুন, দপ্তর সম্পাদক মোঃ সোহেল রানা সমাজ কল্যান সম্পাদক মোঃ শাহাজাদা, ক্রীড়া সম্পাদক মোঃ মিজানুর রহমান,শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আলআমীন সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন।

তালতলী বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ৩ জন,সম্পাদক পদে ৪ জন, সাংগঠনিক পদে ৪ জন,প্রচার সম্পাদক পদে ২ জন. মহিলা সম্পাদক পদে ২ জন ও কার্য-নির্বাহী পদে ৯ জন প্রার্থী অংশগ্রহন করেন।

যাযাদি/এসএস