হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে রূপসায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৪

রূপসা(খুলনা)প্রতিনিধি
ছবি যাযাদি

ভারতে ইসলাম ধর্ম ও রাসূল (সা.)-কে নিয়ে বিতর্কিত ব্যক্তি রামগিরি মহারাজ ও রূপসায় অন্তর বৈরাগী কর্তৃক কটূক্তি   করার প্রতিবাদে রূপসা উপজেলায়  বিক্ষোভ সমাবেশ  ও প্রতিবাদ মিছিল করেন বিভিন্ন ইসলামীক সংগঠনের ছাত্র -জনতা।

রবিবার (২৯ সেপ্টেম্বর ) বিকাল ৩টায় মিছিলটি আলাইপুর  কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কাজদিয়া সরকারী উচ্চ মাধ‍্যমিক বিদ‍্যালয় মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত  হয়।

আয়োজক কমিটির  আহবায়ক  সামন্তসেনা দাখিল মাদ্রাসার শিক্ষক আ:হান্নান এর সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তৃতা করেন সামন্তসেনা  দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো:  শফিউদ্দিন।

আলাইপুর বাসী, পুটিমারী  যুব সমাজ, ভবানীপুর যুব সমাজ  ও উপজেলার তাওহিদী জনতার পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা হেকমত হোসাইন, ইসলামী আন্দোলন  উপজেলা শাখার দপ্তর সম্পাদক  ইমাম পরিষদের সদস‍্য হাফেজ মাওলানা জামাল উদ্দীন,  ইমাম পরিষদের ঘাটভোগ ইউনিয়ন শাখার সহ সাধারণ সম্পাদক  মাওলানা রফিকুল ইসলাম, জাতীয় ইমাম পরিষদ ঘাটভোগ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা জামসেদ হোসাইন, মাওলানা মুফতি মনজুরুল ইমাম, হাফেজ শরিফুল ইসলাম,  মাওলানা আ: রহিম শিকদার,  হাফেজ আবু মুছা।

আ: রউপ   শিকদারের পরিচালনায় উপস্থিত ছিলেন মাওলানা আলামিন হোসাইন, মাওলানা অহিদুল্লাহ, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা মফিজুল ইসলাম,মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আ:রহিম,  মো: মুছা লস্কর,  মো: রফিকুল ইসলাম,   বিএনপির সদস‍্য মো: আমিনুল ইসলাম, তামিম হাসান লিয়ন,  মো:  আসিফ আল মাহদুদ,  মুরাদ হাসান রাজু, সাহিদুল শেখ, মনির ঢালী,মো: রায়হান মুন্সী, সিরাজুল শিকদার, হুমায়ুন শিকদার, অহিদ শিকদার, হাসান, জিহাদ,ইমাম জাহিদুল ইসলাম,নুর ইসলাম, আ:হান্নান, মো:আবদুল্লা,  মো: আহম্মদ শেখ, রাজিব মোল্লা প্রমূখ।

যাযাদি/এসএস