রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

মধ্যনগরে মসজিদের ইমামের বেতন নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ২৫

ধর্মপাশা- মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২১
সংগৃহীত ছবি

সুনামগঞ্জের মধ্যনগরে মসজিদের ইমামের বেতন ও হিসাব নিকাশ নিয়ে কথা কাটাকাটির জেরে ধরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের টেপিরকোনা গ্রামে ঘণ্টাব্যাপী এ সংর্ঘষ চলে।

আহতদের চিকিৎসার জন্য ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চামরদানী ইউনিয়নের টেপিরকোনা জামে মসজিদ ইমামের বেতন ও মসজিদের হিসাব নিকাশ নিয়ে ওই গ্রামের বাবুল চৌধুরী ও আজিজুল ইসলামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরুহয় । কথা কাটাকাটির এক পর্যায়ে আজিজুলের লোকজন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে টেপিরকোনা জামে মসজিদের সামনের রাস্তায় বাবুলের লোকজনদের ওপর হামলা করে। এতে করে এতে দুপক্ষের অন্তত প্রায় ২৫ জনের মতো আহত হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে