ময়মনসিংহে জারিয়া ট্রেনে ডাকাতির ঘটনায় চারজন গ্রেপ্তার

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৭

ময়মনসিংহ ব্যুরো
ছবি : যায়যায়দিন

ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়াগামী জারিয়া লোকাল ট্রেনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মুঠোফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর একটায় ময়মনসিংহ রেলওয়ে থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান রেলওয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন। 

শনিবার রাতে রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে থানা পুলিশ ও রেলওয়ে গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে নগরের বিভিন্ন এলাকা থেকে চার তরুণকে আটক করা হয়। তারা হলো- মো. রাশেদ (২২), মো. আকাশ মিয়া (২৫), মো. ইমন (২২) ও মো. হৃদয় (২০)। এর মধ্যে রাশেদ নগরের বলাশপুর আবাসন এলাকা, আকাশ ভাটিকাশার এলাকা, ইমন চরকালিবাড়ি এলাকা এবং হৃদয় মুক্তিযোদ্ধা আসান এলাকার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে দেশীয় চাকু, খুড়, স্টেপ গিয়ার চাকু, ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, আটক হওয়ার পর চার তরুণকে নিয়ে জেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিযে লুণ্ঠিত ও বিক্রয় করা তিনটি মুঠোফোন ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে পুলিশকে তারা জানায়, গত ১৮ সেপ্টেম্বর ভোরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে জারিয়া ট্রেনটি ছাড়ার সময় ট্রেনটিতে উঠেন তারা। কাপড় দিয়ে মুড়িয়ে দেশীয় অস্ত্র গুলো নিজেদের সঙ্গে রাখে। 

ট্রেনটি ছেড়ে গেলে পাঁচ মিনিটের মধ্যেই নিজেদের কাছে থাকা অস্ত্র নিয়ে পুরো বড়ির যাত্রীদের জিম্মি করে। মুঠোফোন ও অন্যান্য মালামাল নিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে পড়ে। ডাকাতির ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া মাকসুদুল হক (রিশাদ) ও এ ঘটনায় জড়িত রয়েছে পুলিশকে তথ্য দেয় গ্রেপ্তার হওয়া চারজন। 

রিশাদ ২০২১ সালে ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিন বছর জেলে থাকার পর দুই মাস আগে জামিনে আসেন জানিয়ে রেলওয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, সে বের হওয়ার পর সংগব্ধ হয়ে ডাকাতির ঘটনা ঘাটায়। 

জারিয়া লোকাল ট্রেনে ডাকাতি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং ট্রেনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

যাযাদি/ এম