নেত্রকোণার বারহাট্টায় একটি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দার গ্রিলের তালা ও অফিসের রুমের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বিক্রমশ্রী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে বারহাট্টা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে- ল্যাপটপ- ১টি, প্রিন্টার- ১টি, সাউন্ডবক্স ১টি, রাউটার- ১টি, সিলিংফ্যান- ২টি, গøাস- ৮টি, সাবল- ১টি, কোদাল- ১টি, সিজার- ১টি, হাতুড়ি ১টি, করাত ১টি, তালা- ১০টি, চেয়ার ২টি, মার্কার- ১০টি, পরিকল্পনা- ১০টি, ভাউচার- সকল, ছাত্র-ছাত্রীর হাজিরা খাতা- ৬টি, রেজুলেশন খাতা- ৩০টি, জমা খরচ খাতা- ১০টি, বলপেন- ৩০টি, কাঠ পেন্সিল ২০টি, প্লেইট ৬টি, কাপ- পিরিচ ৮ জোড়া ইত্যাদি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল মিয়া জানান, প্রতি দিনের ন্যায় বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর যথারীতি বারান্দার গ্রীলে ও অফিসের রুমে তালা লাগিয়ে আমি সহ অন্যান্য শিক্ষকরা বেরিয়ে আসি। শনিবার সকালে বিদ্যালয়ের বারান্দার গ্রীল ও অফিস রুমের তালা ভাঙ্গা দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে মোবাইল ফোনে জানান। খবর পেয়ে আমি দ্রুত বিদ্যালয়ে গিয়ে দেখতে পাই বারান্দার গ্রীল ও অফিস রুমের তালা ভেঙ্গে চোরেরা চুরির ঘটনা ঘটিয়েছে। আমার বিদ্যালয়ে কোন নাইট গার্ড না থাকায় এ চুরি ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে বারহ্ট্টাা থানা আমি একটি সাধারণ ডায়েরী করেছি। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, সদর উপজেলার বিক্রমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। ল্যাপটপ সহ অন্যান্য মালমাল চুরির বিষয়ে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।