গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে মাদারীপুরে নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৬

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
ছবি: যায়যায়দিন

যুব সমাজকে নেশার ছোবল থেকে দূরে রাখতে, মানুষের মাঝে বিনোদন দিতে এবং গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য ধরে রাখতে মাদারীপুরের পেয়ারপুরের কুমার নদীতে গাছবাড়ীয়া এলাকার যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে শনিবার বিকেলে বিশাল নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়ীয়া এলাকার যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত নৌকা বাইচে মোট ৩০টি নৌকা অংশগ্রহন করে। এর মধ্যে প্রথম স্থানকারীদের ২১’’ সিফটি ও দ্বিতীয় স্থানকারীদের ১৮” সিফটি একেটি করে ফ্রীজ ও তৃতীয় স্থানকারীকে একটি কালার টেলিভিশন উপহার দেয়া হয়। এছাড়াও সকল নৌকা বাইচ প্রতিযোগীদের বিশেষ পুরস্কার দেয়া হয়। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর, ঘটমাঝি ও মস্তফাপুর সীমানায় বহমান কুমার নদীতে প্রায় ২কিলোমিটার দীর্ঘ নৌপথের এই নৌকা বাইচ দেখতে আশ-পাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নারী, পুরুষ, শিশু, বৃদ্ধারা রাস্তাার পাশে দাঁড়িয়ে, নদীর পাড়ে পানির মধ্যে দাঁড়িয়ে, নৌকা, ট্রলারে চড়ে বাইচ উপভোগ করেন। এই নৌকা বাইচ উপলক্ষে নদীর দুই পাড়ে বাহারী রকমের দোকান বসে। গাছবাড়ীয়া প্রভাতী সংঘের সভাপতি মো. রাশেদুল ইসলাম ছোটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচ সম্পন্ন করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন পেয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান লাভলু তালুকদার।

গাছবাড়ীয়া প্রভাতী সংঘের সভাপতি ও নৌকা বাইচের আয়োজক মো. রাশেদুল ইসলাম ছোটন বলেন, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি ফিরিয়ে আনতে, মানুষের মাঝে আনন্দ দিতে ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে গাছবাড়িয়া যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে বিশাল নৌকা বাইচের আয়োজন করা হয়। হাজার হাজার মানুষ উপস্থিত থেকে এ নৌকা বাইচ উপভোগ করেন।

যাযাদি/ এসএম