রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

দোয়ারাবাজারে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের মতবিনিময়

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭
ছবি: যায়যায়দিন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল এগারোটায় দোয়ারাবাজার সরকারি মডেল হাইস্কুল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির হারুনুর রশীদের সভাপতিত্বে ও নায়েবে আমির কামাল উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুসলিম কমিউনিটি অব ইউকে’র প্রেসিডেন্ট ও ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক সুলতান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা জাহাঙ্গীর আলম, ডাঃ হারিছ মিয়া, মোঃ দিলোয়ার হোসেন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা সিদ্দিকুল ইসলাম, জাহারুল ইসলাম, আব্দুল হান্নান প্রমুখ। এসময় বক্তারা বলেন, ‘জামায়েতি ইসলামি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেনা। বিগত দিনে যারা আমাদের উপর অন্যায় অবিচার করেছে আমরা তাদের উপর প্রতিশোধ নেব না। আমাদের দেশের উন্নয়নে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্ম ও দলমতের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

বক্তারা আরো বলেন, ‘বিগত দিনে আমাদের কোনো নেতাকর্মী চাঁদাবাজি, লুটপাট, অন্যায় ও দূর্নীতিতে জড়িত ছিলো না। আমরা কোনো অপরাধীকে প্রশ্রয় দেইনা। আমরা একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। সাংবাদিকরা জাতির দর্পন। আপনারা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন। আপনাদের লেখনীর মাধ্যমে সকল অনিয়ম, দূর্নীতি, অন্যায়-অসঙ্গতি তুলে ধরবেন।’ এসময় দোয়ারাবাজার উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে