কলমাকান্দায় বিজিবির মত বিনিময় সভা ও চিকিৎসা সেবা

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৭

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
ছবি যাযাদি

নেত্রকোণার কলমাকান্দার লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিজিবি ৩১ ব্যাটালিয়ানের উদ্যোগে মত বিনিময় সভা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিজিবির বিশেষজ্ঞ চিকিৎসক গণ সহশ্রাধিক ব্যাক্তিকে ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ঔষধপত্র প্রদান করেছেন। এ উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বিজিবি ৩১ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেঃ কঃ এএসএম খাইরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মো. মোস্তাফিজুর রহমান। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরুজ হোসেন। মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকার মো. মোস্তাফিজুর রহমান জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অনুপ্রবেশ বন্ধ, ও শান্তি বজায় রাখার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

 

যাযাদি/এসএস