শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জিয়াউর রহমান ফাউন্ডেশন

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
  ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৫
ছবি : যায়যায়দিন

পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দুই শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষী, পোল্ট্রি খামারিদের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে বন্যা উত্তর পুনর্বাসন কর্মসূচি আওতায় সবজি বীজ, পোল্ট্রি মেডিসিন, মুরগির বাচ্চা ও মাছের পোনা বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফারহাদ হালিম ডোনারের নেতৃত্বে পরশুরাম অডিটরিয়ামে বন্যা-উত্তর পুনর্বাসন কর্মসূচি কার্যক্রম পরিচালিত হয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর)সকালে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফারহাদ হালিম ডোনার।

ওয়ার্কিং কমিটির সদস্য কৃষিবিদ ড.খন্দকার মাহফুজুল হক বাচ্চুর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন গবেষনা সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও ওয়ার্কিং কমিটির সদস্য শামীমুর রহমান শামীম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মনিটর কৃষিবিদ ড.পারভেজ রেজা কাকন, ওয়ার্কিং কমিটির সদস্য কৃষিবিদ সফিউল আলম দিদার, কৃষিবিদ আবদুল ওয়াহেদ, পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সিফাত হাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মাহবু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন সাবি, যুগ্ন আহবায়ক আবদুল আলিম মাকসুদ, উপজেলা যুবদলের আহবায়ক সামছুল আলম শাকিল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ন আহাবায়ক আবুল খায়ের লিটন, পৌর যুবদলের আহাবায়ক মোস্তফা খোকন, যুগ্ন আহবায়ক মিসফাকুস সামাদ রনি, যুগ্ন আহাবায়ক নুরুল আবছার চৌধুরী কমল, ছাত্রদলের আহবায়ক আতাহার হোসেন পাপরুল, সদস্য কামরুল হাসান বাবু, যুগ্ন আহবায়ক শামীম ভূইয়া সুমন প্রমুখ।

যাযাদি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে