জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৩

জয়পুরহাট প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

“কর্তৃপক্ষের সকল দ্বার, খুলে দিবে তথ্য অধিকার” এ শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে পালিত হলো আর্ন্তজাতিক তথ্য অধিকার  দিবস। শনিবার সকালে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক র‌্যালি  অনুষ্ঠিত হয়। 

র‌্যালী শেষে এক আলোচনাসভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মামুন, সাজ্জাদ হোসেন, শাহরিয়ার ইসলাম নাফিজ,  জেলা তথ্য অফিসার ইব্রাহীম মোল্লা সুমন, জয়পুরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি মামরেকুল আলম,  সাধারন সম্পাদক মাসুদ রানা,  ব্র্যাক প্রতিনিধি আরিফুল ইসলাম, যুব রেডক্রিসেন্ট প্রতিনিধি মিনহাজুল ইসলাম মানিক প্রমুখ।

সভায় তথ্য অধিকার আইনে সকল সরকারি ও বেসরকারি অফিসে তথ্য প্রদান নিশ্চিত করার জন্য সকলকে বলা হয় এবং ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা সংশোধনের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।

যাযাদি/ এসএম