শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১
১০ম গ্রেড বাস্তবায়নের দাবি

লোহাগড়ায় প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০১
ছবি : যায়যায়দিন

নড়াইলের লোহাগড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে লোহাগড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রায় দুশতাধিক শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির আহবায়ক মোঃ আতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ শওকত, শেখ আশকাত, কাজী ইমরান হোসেন হিরো, সদস্য সচিব হাসান আরিফ লিমন, সদস্য রকিবুল ইসলাম ডায়মন্ড, খালিদ হাসান রানা, আব্দুল্লা আল মামুন, মোঃ কামরুজ্জামান, নিলীমা সুলতানা, প্রধান শিক্ষক হান্নান বিশ্বাস, শাহ আলমগীর হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-যশোর মহাসড়কের পাশে লোহাগড়া উপজেলার সামনে এসে শেষ হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে