দুর্গাপুরে নানা আয়োজনে এসবি রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

নেত্রকোনার দুর্গাপুরে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা হয়েছে ।

এ উপলক্ষে শুক্রবার  বিকেলে পৌর শহরের কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরি হলরুমে আলোচনা সভা ও কেক কাটা হয়।

আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকার এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন, নেত্রকোনা  জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম মুকুল, দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, পথ পাঠাগার সভাপতি নাজমুল হুদা সারোয়ার, কবি আবুল বাশার। 

বক্তারা বলেন, মানবিকতাকে কাজে লাগাতে পারাই মানুষের সার্থকতা। সেই কাজটাই করছে এসবি রক্তদান ফাউন্ডেশনের রক্তদাতারা। কেউ যদি স্বেচ্ছায় রক্তদান করেন এতে যেমন একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচে তেমনি রক্তদাতা ও রক্ত গ্রহীতার মধ্যে গড়ে উঠে সম্পর্কের সেতুবন্ধন। ব্লাড সংগ্রহে তরুণদের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানান বক্তারা এবং এসবি রক্তদান ফাউন্ডেশনের উন্নয়নে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা।

আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ সংগঠনের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

যাযাদি/ এসএম