শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১

ভারতে মহানবীকে সা. কটূক্তির প্রতিবাদে কেরানীগঞ্জে বিক্ষোভ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৩
ছবি : যায়যায়দিন

ঢাকার কেরানীগঞ্জে হজরত মুহাম্মদ (সা.) কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি এবং বিজেপি নেতার ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রোহিতপুর ইউনিয়নে তরুন ও যুব সংঘ এবং কেরানীগঞ্জ ওলামা পরিষদের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কেরানীগঞ্জ ওলামা পরিষদের সভাপতি মাওলানা মহসিন কাদেরি, কেরানীগঞ্জ অন্যায়ের প্রতিবাদ তরুন ও যুব সংঘের চেয়ারম্যান উজ্জ্বল হোসাইন, রামেরকান্দা মাদ্রাসার মুহতামিম ফয়জুল্লাহ আহমেদসহ স্থানীয় মুসল্লিরা। তারা বলেন, ‘রাসুলকে সা:-কে অবমাননাকর বক্তব্যের দায়ে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানের কঠোর বিচার দাবি এবং তাদেরকে ক্ষমা চাইতে হবে, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অপমান আমরা তৌহিদী জনতা মেনে নেবো না। বিক্ষোভ মিছিলটি ঢাকা-নবাবগঞ্জ রোডের রোহিতপুর বোর্ডিং থেকে শুরু করে রোহিতপুর বাজারের বাংলাদেশ সিটি হসপিটাল ঘুরে রামেরকান্দা কেন্দ্রীয় ঈদগাঁও মাঠে এসে সংক্ষিপ্ত বক্তব্যে শেষ হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে