মধ্যনগরে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৪

ধর্মপাশা ও মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

সুনামগঞ্জের মধ্যনগরে হাফিজুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে ৩০ বোতল ভারতীয়  মদসহ গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।

শুক্রবার দুপুর  সাড়ে ১২ টার দিকে উপজেলার বংশিকুন্ডা উওর ইউনিয়নের রামপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ধৃত মাদক কারবারি হাফুজুল ইসলাম ওই ইউনিয়নের  রামপুর গ্রামের মো. সাইদুল ইসলামের  ছেলে।

মধ্যনগর থানার ওসি মো. সজীর রহমান  জানান, উপজেলার বংশিকুন্ডা উওর ইউনিয়নের অন্তর্গত রামপুর গ্রামের হাফিজুল ইসলাম এলাকায় একজন চিহ্নিত মাদককারবারি হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী মহেশখালা ও গুলগাঁও বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় গোপনে ভারতীয় মদ, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল।

শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে মাদক কারবারি হাফিজুল ইসলাম তার নির্জ বাড়িতে বসে  গোপনে ভারতীয় মদ বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদসহ তাকে গ্রেপ্তার করি এবং মাদককারবারি হাফিজুর রহমানের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর  তাকে আদালতের নির্দেশে জেল-হাজতে পাঠানো হবে।

যাযাদি/ এসএম