শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১

চট্টগ্রাম সিটি ও পৌরসভার কাউন্সিলরদের অপসারণ

চট্টগ্রাম ব্যুরো
  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৮
লোগো

এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও জেলার ১৪ পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম ও মো. মাহবুব আলমের স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

জানা যায়, চসিকের ওয়ার্ডের কাউন্সিলররা দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ওয়ার্ডে নাগরিকদের জন্ম-মৃত্যু, জাতীয়তা ও চারিত্রিক সনদের মতো বিভিন্ন সেবা দেয়ার ক্ষমতা দেয়া হয় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের। তাই দীর্ঘদিনের আটকে থাকা নানা সনদের আবেদন ওয়ার্ড কার্যালয়ে গিয়ে যাচাই বাছাই শেষে নিবন্ধনের কাজ শুরু করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। গত ১৮ ও ২৩ সেপ্টেম্বর পৃথক দুটি অফিস আদেশে চসিকের ১ ও ৫ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী ৭, ৯, ১১, ১৩ ও ২৬ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন। ২ ও ৩ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহরিন ফেরদৌসী ৪, ৬, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের এবং ৪ ও ৬ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী ১৫, ২১, ২৩, ২৫ ও ৩৮ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পালন করছেন।

চসিকের ৪১ ওয়ার্ডের কাউন্সিলররা হলেন- ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহেদ ইকবাল বাবু, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম, ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর মো. এসরারুল হক, ৫ নম্বর মোহরা ওয়ার্ডের কাউন্সিলর মো. কাজী নুরুল আমিন, ৬ নম্বর ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারক আলী, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু), ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরুল আমিন, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল আলম, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন উর রশীদ, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মো. নূরুল আলম, ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ২১ নম্বর জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর মো. সলিম উল্ল্যাহ, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর মো. জাবেদ, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক (ডিউক), ২৫ নম্বর রামপুর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সবুর লিটন, ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছ, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর, ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর গোলাম মো. জোবায়ের, ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর আতাউল্লা চৌধুরী, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুস সালাম, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ (বিপ্লব), ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর নুরুল হক, ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড কাউন্সিলর মো. মোর্শেদ আলী, ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুল মান্নান, ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মো. চৌধুরী, ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক, ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধূরী। এছাড়া সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডের ফেরদৌস বেগম মুন্নী, ২ নম্বর জোবাইরা নার্গিস খান, ৩ নম্বর জেসমিন পারভীন জেসী, ৪ নম্বর তছলিমা বেগম নুরজাহান, ৫ নম্বর আঞ্জুমান আরা বেগম, ৬ নম্বর আকতার রোজী, ৭ নম্বর রুমকি সেনগুপ্ত, ৮ নম্বর নীলু নাগ, ৯ নম্বর জাহেদা বেগম পপি, ১০ নম্বর হুরে আরা বেগম, ১১ নম্বর ফেরদৌসি আকবর, ১২ নম্বর আফরোজা জহুর, ১৩ নম্বর লুৎফুন্নেছা দোভাষ বেবী ও ১৪ নম্বর ওয়ার্ডের শাহানুর বেগম।

এর আগে গত ১৯ আগস্ট পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশাকে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়। এছাড়া চট্টগ্রামের পৌরসভাগুলোতে স্থানীয় সরকার বিভাগের উপ–পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক এবং সহকারী কমিশনার ভূমি প্রশাসক পদে দায়িত্ব পালন করছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে