নাজিরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধী ও যানজট নিরসনে সভা

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩০

ফটিকছড়ি প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

চট্টগ্রাম ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক সভা ও নাজিরহাট ঝংকার মোড়ে দীর্ঘদিনের যানজট নিরসনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে নাজিরহাট পৌরসভা কার্যালয়ে এসব সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- নাজিরহাট পৌরসভার প্রশাসক ও এসিল্যান্ড মো: মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এসময় কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা, সাংবাদিক, বাজার কমিটির নেতৃবৃন্দ, চালক সমিতি, মালিক সমিতি, শ্রমিক সমিতির নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয়- ডেঙ্গু প্রতিরোধে স্প্রে ছিটানো সহ জনসচেতনতা মূলক কর্মসূচী গ্রহণ করা হবে। নাজিরহাট ঝংকার মোড়ে যানজট নিরসনের লক্ষ্যে ঝংকার মোড়ের উত্তর-দক্ষিণের ৩০০ফিটের মধ্যে এবং পূর্ব-পশ্চিমের ১০০ফিটের মধ্যে কোন ধরনের যানবাহন দাড়ানো যাবেনা।

যাযাদি/ এসএম