বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১

লোহাগড়ায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৩
ছবি : যায়যায়দিন

নড়াইলের লোহাগড়ায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৫ সেপ্টেম্বর) বেলা ১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্ততিমুলক সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শংকর অধিকারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অরূপ কুমার চক্রবর্তী, সাবেক সভাপতি কমল বালাসহ প্রমূখ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী বলেন, দুর্গা পূজার সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সকল ধরনের ব্যবস্থা নিবেন। পূজা মন্ডপগুলো পূজা চলাকালিন সময় নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।

সেনাবাহিনী পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সাথে সার্বক্ষণিক কাজ করবেন বলে জানিয়েছেন লোহাগড়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আকিবুল আলম।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ খবির হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলাম, জেলা জামায়াতের সদস্য মোঃ আলমগীর হোসাইন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লক্ষীপাশা জোনাল অফিসের ডিজিএম এটিএম তারিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাফেজা খাতুন প্রমুখ।

সভায় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে