বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১

কটিয়াদীতে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন 

কটিয়াদী (কিশোরগঞ্জ ) প্রতিনিধি
  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৮
ছবি : যায়যায়দিন

কিশোরগঞ্জের কটিয়াদীতে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনর বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা কমিশন গঠনের দাবীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেন।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় দুইশতাধিক শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ, সাইমুননেচ্ছা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক, ফেকামরা ফয়জুল উলুম বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. রফিকুল ইসলাম, কটিয়াদী আদশ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ফকির, মসূয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম শিশির, রইচ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুূফ, চারিপাড়া আজিম উদ্দিন বালিকা দাখিল মাদ্রাসার সুুপার মাওলানা মস্তোফা কামাল, কায়েস্থপল্লী জগৎ তারা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গৌতম কুমার প্রমুখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে