বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১

খাগড়াছড়িতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি
  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৩
ছবি যাযাদি

খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম, পুলিশ সুপার আরেফিন জুয়েল, রিজিয়ন কমান্ডারের প্রতিনিধি জিটু আই মেজর মো. জাবির সোবহান মিয়াদ সহ জেলা ও উপজেলা পর্যায়ে ফায়ার সার্ভিস, সড়ক ও জনপদ বিভাগের প্রতিনিধি, জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ

উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে কোন প্রকার গুজবে কান না দিয়ে উৎসব স্বয়ংসম্পূর্ন করাই লক্ষ্য। দেশটা আমাদের সকল সম্প্রদায়ের, তাই দেশ গঠনে সুন্দরের জন্য দায়িত্ব টাও আমাদের। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অ-প্রীতিকর ঘটনা যেনো না ঘটে প্রত্যেকে মিলে আনন্দের সাথে দুর্গাপূজার উৎসবটি সম্পন্ন করতে পারেন, সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

বক্তারা আরও বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষ্যে জেলার ৯ উপ‌জেলার ৬১ টি দূর্গা পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখ‌তে সবাই সহ‌যোগিতা কর‌বেন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন প্রশাসন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে