চরফ্যাশনে নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার!
প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৫
ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত নারীর বয়স আনুমানিক ১৮ থেকে ২০ হতে পারে। তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করেছেন অনেকে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর তীরে বাঁধ রক্ষা জিও ব্যাগের উপর থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নদীতে ভাটা পড়ার পর নারীর লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ বলেন, লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি ভোলা মেডিকেলের মর্গে পাঠানো হবে।
যাযাদি/ এম